পুতিন-জেলেনস্কির বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড
যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড। মঙ্গলবার সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির বৈঠকের একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে তিনি জেনেভাকে পছন্দ করবেন।
সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে সুইজারল্যান্ড তাদের উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞ।
বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ডে এই ধরনের বৈঠক ঘিরে আইনি প্রশ্ন রয়েছে।
সুইজারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার জন্য রোম চুক্তিতে অনুমোদন দিয়েছে। পুতিনকে যেহেতু যুদ্ধাপরাধের আইসিসি অভিযুক্ত করেছে, তাই সুইস মাটিতে পৌঁছালে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে জেনেভা।
তবে সুইস সরকার ইতিমধ্যেই তার আইনজীবীদের মাধ্যমে বিষয়গুলো পরীক্ষা করে দেখেছে বলে ক্যাসিস জানিয়েছেন।
তিনি সুইস মিডিয়াকে বলেছেন, “পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও আমরা এটি করতে পারি। কারণ যুদ্ধ বন্ধে আমাদের বিশেষ ভূমিকা এবং জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হিসেবে জেনেভার ভূমিকা রয়েছে।”
ঢাকা/শাহেদ