ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৯ আগস্ট ২০২৫  
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বললেন নেতানিয়াহু

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, “ইতিহাস আলবানিজকে মনে রাখবে: একজন দুর্বল রাজনীতিবিদ যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছিলেন।”

সোমবার ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করার পর নেতানিয়াহুর এই মন্তব্য। 

সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এর পরেই একজন ইসরায়েলি আইনপ্রণেতার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় ক্যানবেরা। এর জবাবে সোমবার ইসরায়েল ফিলিস্তিনে অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরায়েলের ভিসা বাতিলের পাল্টা পদক্ষেপকে ‘অযৌক্তিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে নেতানিয়াহুর সরকার ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা বৃদ্ধি করছে।

ইসরায়েলের সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় বেসামরিক জনগণের উপর যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে, তার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে।

১২ আগস্ট আলবানিজ বলেছিলেন, নেতানিয়াহু গাজার মানবিক সংকটের বিষয়টি ‘অস্বীকার’ করছেন। ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলে ঘোষণা করার একদিন পর আলবানিজ এই মন্তব্য করেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়