করাচিতে ভারী বর্ষণে ৬ জনের মৃত্যু
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ভারী বর্ষণের ফলে বৃষ্টিপাতজনিত ঘটনায় মঙ্গলবার কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ আরো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
চলতি সপ্তাহে পাকিস্তানে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ৪৮ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এই প্রদেশে ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানে আরো কয়েক মানুষ ডজন মারা গেছে। বন্যা ও ভূমিধসে আহত হয়েছে কমপক্ষে ১৩৭ জন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত গুলশান-ই-হাদিদে সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর বিমানবন্দর পুরাতন এলাকায় ১৩৮ মিমি, কেয়ামারিতে ১৩৭ মিমি, জিন্নাহ টার্মিনাল ১৩৫ মিমি, ইউনিভার্সিটি রোডে ১৩২ মিমি, সাদি টাউনে ১২৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলো পানির তলায় ডুবে গেছে এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রেসকিউ-১১২২ এর মুখপাত্র হাসানুল হাসিব খান ডন ডটকমকে জানান, গুলিস্তান-ই-জওহরের ব্লক-১২-এ ভারী বৃষ্টিপাতের কারণে একটি বাড়ির চারটি দেয়াল ধসে পড়েছে, যার নিচে একই পরিবারের পাঁচ সদস্য চাপা পড়েছে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান, চতুর্থজন চিকিৎসার সময় আহত অবস্থায় মারা যান। খলিল মার্কেটের কাছে ওরাঙ্গি টাউনে বৃষ্টির কারণে একটি বাড়ির দেয়াল ধসে আট বছরের একটি শিশু মারা গেছে। উত্তর করাচিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা/শাহেদ