ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের মহারাষ্ট্রে বৃষ্টিজনিত দুর্ঘটনায় নিহত ৬

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২০ আগস্ট ২০২৫  
ভারতের মহারাষ্ট্রে বৃষ্টিজনিত দুর্ঘটনায় নিহত ৬

টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা পানিতে থইথই করছে। 

মহারাষ্ট্রের দুর্যোগ মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে ছ’জনের মৃত্যু হয়েছে। টানা চার দিনে বৃষ্টির কারণে এ পর্যন্ত রাজ্যে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া, নান্দেড় জেলায় পাঁচ জন নিখোঁজ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনীর মোট ২৪টি দল কাজ করছে। প্রয়োজনে সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ভারী বৃষ্টির কারণে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে রেল। লোকাল হোক বা এক্সপ্রেস— বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। ইন্ডিগো, স্পাইসজেটের মতো বিমান সংস্থাগুলো বুধবার সকালে যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। এখনোপর্যন্ত কোনো বিমান বাতিলের খবর না-থাকলেও, বিমান সংস্থাগুলোর পরামর্শ, সংশ্লিষ্ট বিমানের স্থিতি সম্পর্কে যাত্রীরা যেন নিয়মিত খোঁজ রাখেন। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। 

মঙ্গলবার সন্ধ্যায় পর পর মুম্বাইয়ে দু’টি মনোরেল আটকে পড়ায় আতঙ্ক ছড়ায়। সন্ধ্যা ৬টার দিকে মনোরেল আটকে পড়ে চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মাঝে। ওই ট্রেনে যাত্রী ছিলেন ৫৮২ জন। তাদের সবাইই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাড়ে ৭টা নাগাদ আচার্য আত্রে এবং ওয়াডালা স্টেশনের মাঝে আটকে যায় আরো একটি মনোরেল। সেই ট্রেনের ২০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

শাহেদ/সুচরিতা

সর্বশেষ

পাঠকপ্রিয়