ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতকে ৫ শতাংশ ছাড়ে তেল সরবরাহের প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪৭, ২০ আগস্ট ২০২৫
ভারতকে ৫ শতাংশ ছাড়ে তেল সরবরাহের প্রস্তাব রাশিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার পরে রাশিয়া ভারতকে ৫ শতাংশ ছাড়ে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। ভারতে রাশিয়ার উপ-বাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা এ তথ্য জানিয়েছেন।

গ্রিভা বলেছেন, “ভারতের কাছে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ৫ শতাংশ ছাড় থাকবে।”

তিনি আরো বলেছেন, “রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও, ভারত প্রায় একই স্তরের তেল আমদানি করবে। ছাড়ের ক্ষেত্রে, এটি একটি বাণিজ্যিক গোপনীয়তা। আমার মনে হয় ব্যবসায়ীদের মধ্যে সংলাপের কারণে এটি ৫ শতাংশ। এটি ওঠানামা করে, তবে সাধারণত এটি প্লাস-মাইনাস ৫ শতাংশ।”

রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন জানিয়েছেন, নয়াদিল্লির জন্য ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি’ হলেও, ‘আমাদের সম্পর্কের উপর আমাদের আস্থা রয়েছে।’

তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে বহিরাগত চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে।”

রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। 

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছিলেন, “ভারত রাশিয়ান তেলের জন্য বিশ্বব্যাপী ক্লিয়ারিংহাউস হিসেবে কাজ করে, নিষেধাজ্ঞা আরোপিত অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রপ্তানিতে রূপান্তর করে এবং মস্কোকে প্রয়োজনীয় ডলার দেয়।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়