‘বাংলাদেশি’ বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে মারধর
কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুচিপাড়া থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ।
‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে।
শিয়ালদহ রেলস্টেশনসংলগ্ন ব্রিজের নিচে একদল হিন্দিভাষী ব্যবসায়ী এ হামলা চালায়। এতে গুরুতর আহত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। তাদের কলকাতা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জানা গেছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র প্রয়োজনীয় সামগ্রী কিনতে শিয়ালদহ ব্রিজের নিচে একটি মোবাইল যন্ত্রাংশের দোকানে যান। এ সময় দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই ছাত্রের অভিযোগ, বিক্রেতা হিন্দিভাষী ছিলেন এবং তিনি হিন্দিতে গালিগালাজ করার পাশাপাশি বাংলায় কথা বলার কারণে ছাত্রকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্থা করেন।
এরপর ছাত্রটি হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ওই দোকানে আসে। তখন আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী জড়ো হয়ে তাদের উপর চড়াও হয়।
ছাত্রদের অভিযোগ, অভিযুক্তদের হাতে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল।
আহতদের চিকিৎসার পর সহপাঠীরা মুচিপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং থানার বাইরে বসে বিক্ষোভ করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। এ সময় বাংলাপক্ষের মুখপাত্র গর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন।
মুচিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকরাই যদি দেশে এমন অপমান ও আক্রমণের শিকার হয় তাহলে বাংলাদেশিদের কলকাতায় নিরাপত্তা কতটুকু?
তারা//