ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে একদিনের ভূমিধসে তৈরি হলো ৭ কিলোমিটার দীর্ঘ হ্রদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৩৭, ২৩ আগস্ট ২০২৫
পাকিস্তানে একদিনের ভূমিধসে তৈরি হলো ৭ কিলোমিটার দীর্ঘ হ্রদ

পাহাড়ি ভূমিধসের ফলে সৃষ্ট উত্তর পাকিস্তানে সাত কিলোমিটার দীর্ঘ একটি হ্রদ তৈরি হয়েছে। এবার এই হ্রদের তীর ভেঙে যাওয়ার এবং ভাটিতে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এই সতর্কবার্তা দিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার কাদার প্রবাহ মূল ঘিজার নদীর চ্যানেলে নেমে এসে এটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেয়, যার ফলে গিলগিট-বাল্টিস্তান প্রদেশে হ্রদটি তৈরি হয়।

প্রাদেশিক কার্যালয়ের একটি পরিস্থিতি প্রতিবেদনে বলেছে, এর ফলে একটি ‘বাঁধের মতো কাঠামো’ তৈরি হয়েছে যা ফেটে যাওয়ার উল্লেখযোগ্য হুমকি তৈরি করেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক জাকির হোসেন বলেছেন, নতুন হ্রদটি ‘একটি বিপর্যয়কর বন্যার কারণ হতে পারে।’

তিনি রয়টার্সকে বলেন, চারটি ভাটির জেলা - ঘিজার, গিলগিট, আস্তোর এবং ডায়ামার - গুরুতর হুমকির সম্মুখীন।

১৫ আগস্ট থেকে ঘিজারে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ মৌসুমি বৃষ্টিপাত এবং মেঘ ভাঙনের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের পাশ থেকে কালো কাদা নেমে আসছে এবং নদীতে পড়ে যাচ্ছে। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, বিভিন্ন পাহাড়ের ধার থেকে একই রকম কাদা নদীতে নেমে এসেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়