ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৩৫, ২৬ আগস্ট ২০২৫
বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র

আগামীকাল বুধবার থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। খবর রয়টার্সের।

হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শুল্ক কার্যকর হবে বুধবার যুক্তরাষ্ট্র সময় রাত ১২টা ১ মিনিটে। 

এরইমধ্যে ভারতের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।  মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রুপির মান ০.২ শতাংশ কমে দাঁড়ায় ডলারপ্রতি ৮৭.৭৫ রুপিতে, যদিও একই সময়ে বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার দুর্বল ছিল। ভারতের শেয়ারবাজারের দুই প্রধান সূচক প্রায় ০.৭ শতাংশ হারে পতন হয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও মার্কিন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, রাশিয়ার তেল ক্রয় বাড়িয়ে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাচ্ছে। বর্তমানে ভারতের মোট আমদানির ৪২ শতাংশই রাশিয়ার তেল, যা যুদ্ধের আগে ছিল ১ শতাংশেরও কম।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেবে এবং বিকল্প বাজারে প্রবেশে উৎসাহিত করবে। এরইমধ্যে প্রায় ৫০টি দেশ চিহ্নিত করা হয়েছে যেখানে ভারতীয় টেক্সটাইল, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য ও সামুদ্রিক খাদ্যের রপ্তানি বাড়ানো সম্ভব।

রপ্তানিকারক সংগঠনগুলোর হিসাবে, অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের ৮৭ বিলিয়ন ডলারের পণ্যের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়