যুক্তরাষ্ট্রের মিনেসোটায় স্কুলে বন্দুক হামলা, নিহত ২
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের প্রধান শহর মিনিয়াপলিসের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বুধবার সিএনএন ও বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাজ্যের গভর্নর টিম ওয়ালজ জানিয়েছেন, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। এটিকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে অভিহিত করেছেন তিনি।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে কোনো ‘সক্রিয় হুমকি’ নেই এবং বন্দুকধারীকে ‘নিস্ক্রিয় করা হয়েছে।’
সিবিএস নিউজ জানিয়েছে, ২০ জন পর্যন্ত আহত হতে পারেন। ৫৩তম অ্যাভিনিউ এবং ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রয়েছে।
এফবিআই, রাজ্য টহল এবং মিনিয়াপলিস পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা/শাহেদ