মহারাষ্ট্রে ভবনের একাংশ ধসে নিহত ১৭
ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় চারতলা ভবনের একটি অংশ ধসে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতের এই ঘটনায় ধ্বংসস্তূপ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, জেলার ভিরার পূর্বাঞ্চলে অবস্থিত রমাবাই অ্যাপার্টমেন্টের চারতলা ভবনের পিছনের অংশটি নিচের চালে ধসে পড়ে। ২৭ আগস্ট রাত ১২ টা ০৫ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চলছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) ডেপুটি কমান্ডার প্রমোদ সিং জানিয়েছেন, এনডিআরএফের দুটি দল - একটি মুম্বাই থেকে এবং অন্যটি পালঘর থেকে - দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার ব্রিগেড এবং স্থানীয় পুলিশসহ জরুরি পরিষেবাগুলোা এনডিআরএফ দলের সাথে সক্রিয়ভাবে জড়িত।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) -এ সর্বশেষ সংখ্যাগুলো শেয়ার করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
ঢাকা/শাহেদ