ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিসা ফি ২৫০ ডলার বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৪৩, ৩০ আগস্ট ২০২৫
ভিসা ফি ২৫০ ডলার বাড়াল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের উপর নতুন করে আরোপিত ২৫০ ডলার ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’ দেশটির পর্যটন খাতে আরো চাপ সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। কারণ ইতোমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ এবং অনেক বিদেশী দেশের প্রতি বৈরিতার কারণে পর্যটকদের আগমন হ্রাস পাচ্ছে।

মার্কিন সরকারের তথ্য অনুসারে, জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটক বা বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা ৩ দশমিক ১ শতাংশ কমে ১৯ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। 

১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভিসা ফি যেসব দেশের জন্য ভিসা ফি মওকুফ নয়, যেমন মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, ব্রাজিল এবং চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত বাধা তৈরি করে। সদস্য সংস্থা ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, অতিরিক্ত চার্জ মোট ভিসা খরচ ৪৪২ ডলারে উন্নীত করবে, যা বিশ্বের সর্বোচ্চ ভিসা ফিগুলোর মধ্যে একটি।

বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবস্থাপনা সংস্থা আল্টুরের সভাপতি গ্যাবে রিজ্জি বলেন, “ভ্রমণকারীদের অভিজ্ঞতায় আমরা যে কোনো পরিমাণ ফি বাড়াবো, তা ভ্রমণের পরিমাণ কিছুটা কমিয়ে দেবে। গ্রীষ্ম শেষ হওয়ার সাথে সাথে এটি আরো গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠবে এবং আমাদের ভ্রমণ বাজেট ও ডকুমেন্টেশনের সাথে ফি যোগ করতে হবে।”

বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের মতে, চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ১৬৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালে ১৮১ বিলিয়ন ডলার ছিল।

ট্রাম্পের অভিবাসন নীতি, বৈদেশিক সাহায্যে কর্তন এবং ব্যাপক শুল্কের কারণে আমেরিকার গন্তব্যস্থল হিসেবে আকর্ষণ কমে গেছে — এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মতো বড় ইভেন্টগুলো সামনে থাকা সত্ত্বেও, ভিসা ফি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এক হতাশাজনক ধারণাকে আরো জোরদার করছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়