ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া অনিরাপদ ও অসম্ভব: রেডক্রস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৩০ আগস্ট ২০২৫  
গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া অনিরাপদ ও অসম্ভব: রেডক্রস

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা শহর থেকে ব্যাপকভাবে সরিয়ে নেওয়ার সময় জনগণকে নিরাপদ রাখা অসম্ভব হবে, কারণ ইসরায়েল তাদের আক্রমণ তীব্রতর করছে। শনিবার রেড ক্রসের সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন।

প্রায় ২৩ মাস ধরে চলা যুদ্ধের পর হামাসকে ধ্বংস করার লক্ষ্যে গাজা শহর থেকে শুরু করে পুরো গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ইসরায়েল।

মিরজানা স্পোলজারিক বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে গাজা শহর থেকে ব্যাপকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া অসম্ভব।”

তিনি জানিয়েছেন, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে, এই স্থানান্তরের ফলে ব্যাপক জনসংখ্যার স্থানচ্যুতি ঘটবে, যাদেরকে গাজা উপত্যকার অন্য কোনো অঞ্চল গ্রহণ করতে সক্ষম নয়।

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বলেছে, “ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান কৌশল ও আক্রমণাত্মক অভিযানের পাশাপাশি মানবিক প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।”

ইসরায়েল বেসামরিক নাগরিকদের ফিলিস্তিনি ছিটমহলের দক্ষিণে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

স্পোলজারিক জানিয়েছেন, গাজা শহরের অনেক মানুষ ক্ষুধার্ত, অসুস্থ বা আহত হওয়ার কারণে তারা সরে যাওয়ার নির্দেশ মানতে পারবে না।

আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, সরিয়ে নেওয়ার আদেশ জারি করার সময় বেসামরিক নাগরিকদের আশ্রয়, নিরাপত্তা ও খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

 স্পোলজারিক বলেছেন, “গাজায় বর্তমানে এই শর্তগুলো পূরণ করা সম্ভব নয়। এটি বর্তমান পরিস্থিতিতে যে কোনো স্থানান্তরকে কেবল অসম্ভবই নয় বরং অবোধগম্যও করে তোলে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়