ইসরায়েলের ‘অবৈধ অবরোধ ভাঙতে’ রওনা দিয়েছে নৌকার বহর
‘গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে ফেলার’ লক্ষ্য নিয়ে স্পেনের বন্দর শহর বার্সেলোনা ত্যাগ করেছে ত্রাণবাহী নৌকার বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে বন্দর থেকে নৌকাগুলো যাত্রা শুরু করে। এসময় অধিকার কর্মী, সহায়তা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ভিড় ছিল ক্রুদের বিদায় জানাতে।
যাত্রার কয়েক ঘন্টা আগে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থানবার্গ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
থানবার্গ বলেছেন, “ইসরায়েল তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে খুব স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়। তারা গাজা উপত্যকা দখল করতে চায়। রাজনীতিবিদ এবং সরকারগুলো আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ব্যর্থ।”
গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য অধিকারকর্মীদের দুটি প্রচেষ্টায় এর আগে ইসরায়েল বাধা দিয়েছিল। জুন মাসে, গাজা থেকে ১৮৫ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলি বাহিনী ম্যাডলিনে থাকা ১২ জন কর্মীকে আটক করে। ওই সময় থানবার্গসহ নৌকার যাত্রীদের আটক করা হয় এবং অবশেষে বহিষ্কার করা হয়।
ঢাকা/শাহেদ