ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৫  
গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের

ইসরায়েলি রিজার্ভ বাহিনীর একটি দল গাজা শহর দখলের সরকারের পরিকল্পনার বিরোধিতা করছে। তারা সাফ জানিয়েছেন, যুদ্ধের জন্য ডাকা হলে তারা তাতে যোগদান করবে না।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬৫ জন সেনা ঘোষণা করেছে যে তারা কাজে যোগদান করবে না।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশ তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাই এবং আমাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করাকে আমরা দেশপ্রেমিক কর্তব্য হিসেবে দেখি।” 

গাজা শহরে স্থল অভিযান সম্প্রসারণের জন্য ইসরায়েল রিজার্ভ বাহিনীর বৃহৎ পরিসরে সমাবেশ করছে। একে সমগ্র উপত্যকায় ইসরায়েলি সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলা রিজার্ভ বাহিনীর সদস্যরা গাজায় আটক ইসরায়েলি বন্দিদের সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা শহর দখলের সিদ্ধান্তকে ‘যুক্তি’র অভাব বলে উল্লেখ করেছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়