ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান তেহরানের সামরিক বাহিনীকে অর্থায়ন  করেছে বলে ওয়াশিংটন বিশ্বাস করে, তাদের লক্ষ্য করে ইরান-সম্পর্কিত নতুন এক দফা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের মধ্যে হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু সংস্থাও রয়েছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে তারা ইরানের তেল বিক্রিসহ তহবিল স্থানান্তর সমন্বয় করতে সাহায্য করেছে। এই তেল বিক্রির অর্থ ইরানের সামরিক বাহিনী, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পোরেশন, কুদস ফোর্স এবং এর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকসকে উপকৃত করে।

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বিশ্বস্ত অবৈধ আর্থিক সহায়তাকারীদের মাধ্যমে পরিচালিত এই ধরণের ইরানি ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে এবং বিদেশী ফ্রন্ট কোম্পানি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার করে নিষেধাজ্ঞা এড়ায়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়