ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের ‘ইতিবাচক’ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের ‘ইতিবাচক’ আলোচনা

ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পরে ভারত শক্ত অবস্থান নিলে সমঝোতার সুরে কথা বলা শুরু করেন ট্রাম্প।

দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।

বিস্তারিত কিছু না জানিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পারস্পরিকভাবে লাভজনক একটি বাণিজ্য চুক্তির দ্রুত অর্জনের জন্য প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, যার মধ্যে একটি সম্ভাব্য ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।

উভয় পক্ষই এখন আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ দফায় বাণিজ্য আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। তবে, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় যে নয়াদিল্লি ট্রাম্প প্রশাসনের রাশিয়ার তেল কেনা কমানোর দাবি পূরণ করবে, নাকি মার্কিন কোম্পানিগুলোর জন্য কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করবে। কারণ এটি আলোচনার একটি প্রধান দাবি।

ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে মস্কোর উপর ওয়াশিংটনের চাপ প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প গত মাসে  ভারতীয় আমদানির উপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেন, যার ফলে সামগ্রিক শুল্ক বেড়ে ৫০ শতাংশ হয়।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়