ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামরিক জোট গঠনের জন্য জর্ডান গেলেন কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সামরিক জোট গঠনের জন্য জর্ডান গেলেন কাতারের আমির

সামরিক জোট গঠনের ব্যাপারে আলোচনার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জর্ডান সফর করছেন। তিনি সেখানে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বুধবার আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

৯ সেপ্টেম্বর দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ছয়জন নিহত হওয়ার পর এটি কাতারের আমিরের প্রথম বিদেশ সফর। ইসরায়েলি হামলাকে কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর ‘নির্লজ্জ, বিশ্বাসঘাতক এবং কাপুরুষোচিত’ আক্রমণ বলে অভিহিত করেছেন আমির শেখ তামিম। ইসরায়েলি হামলার কারণে আরব দেশ ও মুসলিম দেশগুলোকে নিয়ে জোট গঠনের জন্য কাতার গত সোমবার শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। এই শীর্ষ সম্মেলনে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ‘একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার’ প্রতিশ্রুতি দিয়েছে, যা বৈঠকের সবচেয়ে কার্যকর ফলাফল।

আল-জাজিরা বলেছে, এটি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। কারণ দোহায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর এটিই কাতারি আমিরের প্রথম সফর। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হবে গাজায় ইসরায়েলের গণহত্যা।

কাতারের আমির এবং জর্ডানের বাদশাহর বৈঠকে সামরিক সহযোগিতার বিষয়টি কেন্দ্রবিন্দুতে থাকবে। দুই দেশের সম্পর্ক উন্নত করা এবং সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও আলোচনা করার কথা রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়