গাজা শহর থেকে বাসিন্দাদের জোর করে বের করার প্রচেষ্টা ইসরায়েলি সেনাদের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
গাজা শহরের বাড়িঘর থেকে আরো বেশি লোককে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি সেনারা। গাজার বৃহত্তম নগর কেন্দ্রের বিশাল অংশ ধ্বংস করে দেওয়ার জন্য স্থল অভিযানের অংশ হিসেবে বাসিন্দাদের বের করে দেওয়া হচ্ছে বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার জানিয়েছে, মঙ্গলবার ভোরে শুরু হওয়া স্থল অভিযানের আগে তারা ১৫০টি বিমান ও কামান হামলা চালিয়েছে। দুটি সেনা বিভাগ শহরের কেন্দ্রস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে তৃতীয়টি তাদের সাথে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
বেশ কয়েকটি বিমান হামলায় বাস্তুচ্যুত মানুষের বসবাসকারী তাঁবু ক্যাম্পের মাঝখানে অ্যাপার্টমেন্ট ব্লক ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল দাবি করেছে, ভবনগুলো হামাস নজরদারির জন্য ব্যবহার করছিল।
গাজা শহর থেকে দক্ষিণে যাওয়ার উপকূলীয় রাস্তাটি আক্রমণ থেকে পালানোর চেষ্টা করা পরিবারগুলোতে পরিপূর্ণ। বুধবার, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার মাঝখান দিয়ে দ্বিতীয় একটি পথ দুই দিনের জন্য খোলার ঘোষণা দিয়েছে, যাতে ফিলিস্তিনিদের দেশত্যাগকে উৎসাহিত করা যায়।
মঙ্গলবার রাতে গাজা শহরের আল-রান্তিসি শিশু হাসপাতালেও আঘাত হানে ইসরায়েলি বোমা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হাসপাতালের ৮০ জন রোগীর অর্ধেক ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা চার শিশু এবং আটটি অকাল জন্মগ্রহণকারী শিশু রয়ে গেছে।
স্থানীয় হাসপাতালগুলোর মতে, রাতভর হামলায় ৩০ জন নিহত হয়েছে, যার ফলে দুই বছরের যুদ্ধে মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬৫ হাজারে পৌঁছেছে।
মঙ্গলবার, জাতিসংঘের একটি মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উপসংহারে বলা হয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
ঢাকা/শাহেদ