ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে কলকাতায় বিক্ষোভ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে কলকাতায় বিক্ষোভ

‘দুর্গাপূজার সময় গাঁজা ও মদের আসর বসানো যাবে না’- সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই মন্তব্যের বিরোধিতা করে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্ত্বরে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার ‘বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া’ এর কলকাতার সদস্যরা এই বিক্ষোভ করেছে। 

বৃহস্পতিবার মিশনের কাছেই বেকবাগান মোড়ে হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান সদস্যরা। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুহুর্মুহ স্লোগান তোলা হয়। বিক্ষোভকারীরা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেছে।

বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া এর কলকাতার সদস্যদের বক্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ড. ইউনূস ও তার উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি, যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন।

সবশেষে সংগঠনের পাঁচজন সদস্য উপহাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, 'অবিলম্বে এই সাম্প্রদায়িক বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশের সরকারকে সংখ্যালঘুদের জীবন, সম্মান ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির কাছে হস্তক্ষেপের আহ্বান জানান তারা। 

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।”

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়