ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিন আমাকে হতাশ করেছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫
পুতিন আমাকে হতাশ করেছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংঘাতের অবসান ঘটানোর ব্যাপারে তাকে হতাশ করেছেন। যুক্তরাজ্য সফররত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধে তার প্রচেষ্টার ব্যাপারে স্পষ্ট হতাশাবাদী মূল্যায়ন প্রদান করেছেন।

ট্রাম্প বলেছেন, “প্রেসিডেন্টের (ভ্লাদিমির) পুতিনের সাথে আমার সম্পর্কের কারণে আমি এটি সবচেয়ে সহজ বলে মনে করেছিলাম।”

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “তিনি আমাকে হতাশ করেছেন। তিনি সত্যিই আমাকে হতাশ করেছেন। রাশিয়া ও ইউক্রেন থামতে যাচ্ছিল, কিন্তু আমরা দেখব এটি কীভাবে হয়। কিন্তু আমি ভেবেছিলাম এটি সবচেয়ে সহজতমগুলোর মধ্যে একটি হতে পারে।”

গত মাসে আলাস্কায় পুতিনের সাথে এবং হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে  শীর্ষ সম্মেলনে যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করেছিলেন ট্রাম্প। তবে আলোচনা খুব বেশি দূর আগায়নি।

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তিনি অবশেষে সাফল্য পাবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শেষ হবে, কিন্তু কখন হবে তা আপনি জানেন না। যুদ্ধ একটি ভিন্ন জিনিস। এমন কিছু ঘটে যা আপনি ভেবেছিলে তার একেবারে বিপরীতটা ঘটে। আপনি হয়তো ভেবেছিলেন আপনার সময় সহজ হবে অথবা কঠিন সময় আসবে, কিন্তু পরিণতিতে ব্যাপারটা উল্টো হয়ে যায়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়