ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৫  
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফররত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেছেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছিল। তবে এই সেনা প্রত্যাহার সুশৃঙ্খলভাবে হয়নি। ওই বিশৃঙ্খল প্রত্যাহারের জন্য তার জো বাইডেনের প্রশাসনের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমরা আফগানিস্তান ত্যাগ করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা শক্তি ও মর্যাদার সাথে এটি ত্যাগ করতে পারতাম, এবং আমরা বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম বাগরাম বিমান ঘাঁটি ধরে রাখতে পারতাম। অথচ আমরা এটি তাদের (তালেবানকে) বিনামূল্যে দিয়েছিলাম। আমরা এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছি।”

ট্রাম্প দাবি করেছেন, ঘাঁটি পুনরুদ্ধারের জন্য আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালেবানদের উপর মার্কিন প্রশাসনকে ব্যবহার করতে পারেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি। কারণ তাদের আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন। আমরা সেই ঘাঁটিটি ফিরে পেতে চাই।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়