ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী তিন দিন বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫  
আগামী তিন দিন বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষের সৃষ্টিকারী অবরোধ তুলে নেওয়ার দাবিতে তিন দিন বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার, শনিবার ও রবিবার এই বিক্ষোভ পালনের কথা বলেছে হামাস।

এক বিবৃতিতে হামাস, গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং ‘গণহত্যা, অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির’ প্রতিবাদে ‘সকল মুক্ত মানুষকে’ বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলি ও মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া গাজার সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার এবং ক্ষতিগ্রস্ত ছিটমহলে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রচারণা জোরদার করতে শ্রমিক ইউনিয়ন, ছাত্র ও আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হামাস ববলেছে, বিশ্বব্যাপী এই প্রতিবাদ-বিক্ষোভ আসন্ন দিনগুলোতে যুদ্ধ বন্ধ এবং অবরোধের অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক সংহতির ‘একটি নতুন পর্যায়’ চিহ্নিত করবে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়