ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার ব্যাখ্যা দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২৪, ১২ অক্টোবর ২০২৫
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার ব্যাখ্যা দিল তালেবান

ভারতে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। রবিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি নারী সাংবাদিকদের অনুপস্থিতিকে ‘কারিগরি সমস্যা’ বলে যুক্তি দিয়েছেন।

ভারত সফররত আফগান মন্ত্রী সংবাদ সম্মেলনের বিষয়ে বলেছেন, “এটি সংক্ষিপ্ত নোটিশে আয়োজন করা হয়েছিল। (আমন্ত্রিত) সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা ছিল। এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল কিন্তু অন্য কোনো সমস্যা ছিল না। আমাদের সহকর্মীরা সাংবাদিকদের একটি নির্দিষ্ট তালিকার কাছে আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

ছয় দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কিন্তু ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে দেখা যায়নি। এনডিটিভি অনলাইন জানিয়েছে, নারী সাংবাদিকদের সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন অনেক সাংবাদিক। তার পরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। সুর চড়ায় বিরোধী দল কংগ্রেস। 

মুত্তাকি বলেছেন, “আমাদের স্কুল ও ইনস্টিটিউটে ১ কোটি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ২৮ লাখেরও বেশি নারী ও মেয়ে রয়েছে। মাদ্রাসায় স্নাতক পর্যন্ত শিক্ষা অব্যাহত রয়েছে। কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কখনও নারী শিক্ষাকে ধর্মীয়ভাবে হারাম ঘোষণা করিনি, এটি কেবল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়