ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিশ্রুতির চাইতে অনেক কম ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১০, ২১ অক্টোবর ২০২৫
প্রতিশ্রুতির চাইতে অনেক কম ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির সময় গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল সেই পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করছে না। গাজার সরকারি মিডিয়া অফিস টেলিগ্রামে পোস্টে এ তথ্য জানিয়েছে।

এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মাত্র ৯৮৬টি ত্রাণ ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। অথচ চুক্তি অনুযায়ী, সোমবার সন্ধ্যার মধ্যে ছয় হাজার ৬০০ ট্রাক পৌঁছানোর কথা ছিল।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মানবিক কনভয়গুলোতে ১৪ টি রান্নার গ্যাস ভর্তি ট্রাক এবং ২৮টি ট্রাকে বেকারি, জেনারেটর, হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত পরিচালনার জন্য নির্ধারিত সরঞ্জাম ছিল। কারণ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ফলে জনসংখ্যার দৈনন্দিন জীবনের জন্য সরাসরি নির্ভরশীল এই গুরুত্বপূর্ণ উপকরণগুলির তীব্র ঘাটতি রয়েছে।

মিডিয়া অফিস বলেছে, “আমরা লক্ষ্য করেছি যে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গাজা উপত্যকায় প্রবেশকারী ট্রাকের গড় সংখ্যা (৬০০) ট্রাকের মধ্যে (৮৯)টির বেশি নয়, যা গাজার ২৪ লাখেরও বেশি নাগরিকের বিরুদ্ধে দখলদারিত্বের পরিচালিত শ্বাসরোধ, অনাহার এবং মানবিক ব্ল্যাকমেইলের অব্যাহত নীতি প্রতিফলিত করে।”

সাম্প্রতিক মাসগুলোতে গাজার ফিলিস্তিনি জনগণ খুব কমই সাহায্য পেয়েছে। যুদ্ধের সময়, ইসরায়েল ত্রাণের প্রবেশ পথ বন্ধ করে দেয়, যার ফলে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে গাজার বিশাল অংশে দুর্ভিক্ষ দেখা দেয়। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গাজায় মানবিক সাহায্য বৃদ্ধির বিধান অন্তর্ভুক্ত ছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘অত্যন্ত জরুরি’ বিষয় হিসেবে গাজায় ত্রাণ রুটগুলো পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমরা আমাদের ইউরোপীয়, আরব এবং মার্কিন অংশীদারদের সাথে অবিলম্বে মানবিক স্থান এবং রুটগুলো পুনরায় চালু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই -এবং এটি অত্যন্ত জরুরি - যাতে জনগণের কাছে সাহায্য, খাদ্য এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া যায়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়