ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৩, ২১ অক্টোবর ২০২৫
আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান পাওয়া গেছে। চলতি মাস পর্যন্ত দেশটি বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে একটি ছিল যেখানে মশার অসিত্ত্ব ছিল না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আইসল্যান্ড এখন পোকামাকড়ের জন্য আরো বেশি অতিথিপরায়ণ হয়ে উঠছে বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছু সময়ের জন্য আইসল্যান্ডে মশা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। কারণ জলাভূমি ও পুকুরের মতো প্রচুর প্রজননস্থল রয়েছে। তবে, অনেক প্রজাতি কঠোর জলবায়ুতে টিকে থাকতে পারবে না।

কিন্তু আইসল্যান্ড উষ্ণ হচ্ছে এবং তা উত্তর গোলার্ধের বাকি অংশের চেয়ে চারগুণ বেশি হারে। হিমবাহ ভেঙে পড়ছে এবং দেশটির জলাশয়ে দক্ষিণাঞ্চলীয় উষ্ণ জলবায়ুর মাছ ম্যাকেরেল পাওয়া গেছে।

আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন দেশে মশা আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, “কিয়াফেল ও কেজোসে কুলিসেটা অ্যানুলাটার তিনটি নমুনা পাওয়া গেছে, দুটি স্ত্রী এবং একটি পুরুষ। মথ আকর্ষণ করার লক্ষ্যে ওয়াইন দড়ি থেকে এগুলো সংগ্রহ করা হয়েছিল।”

প্রজাতিটি ঠান্ডাপ্রতিরোধী এবং বেসমেন্ট ও শস্যাগারে পুরো শীতকাল আশ্রয় নিয়ে আইসল্যান্ডীয় পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে।

পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরো বিভিন্ন প্রজাতির মশার সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যে চলতি বছর মিশরীয় মশার (এডিস এজিপ্টি) ডিম পাওয়া গেছে এবং কেন্টে এশিয়ান টাইগার মশা (এডিস অ্যালবোপিকটাস) আবিষ্কৃত হয়েছে। এগুলো আক্রমণাত্মক প্রজাতি যা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো গ্রীষ্মমন্ডলীয় রোগ ছড়াতে পারে।


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়