ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশিষ্ট ইহুদি ব্যক্তিদের আহ্বান
গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বজুড়ে বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা জাতিসংঘ ওবিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণের জন্য জবাবদিহিতার দাবিতে ৪৫০ জনেরও বেশি স্বাক্ষরকারী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব স্থগিত রাখার পরিকল্পনার খবরের মধ্যে বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকের সময় এই চিঠি প্রকাশ করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, “আমরা ভুলে যাইনি যে মানবজীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন, সনদ এবং কনভেনশন হলোকস্টের প্রতিক্রিয়ায় তৈরি করা হয়েছিল। এই সুরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েল নিরলসভাবে লঙ্ঘন করেছে।”
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলি পার্লামেন্টে নেসেটের সাবেক স্পিকার আভ্রাহাম বার্গ, সাবেক ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, অ্যামি বিজয়ী ইলানা গ্লেজার ও হান্না আইনবাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার।
স্বাক্ষরকারীরা বিশ্বনেতাদের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় সমর্থন করার, অস্ত্র স্থানান্তর বন্ধ এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে জড়িত হওয়া এড়াতে, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার এবং শান্তি ও ন্যায়বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
ঢাকা/শাহেদ