ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিম তীর অধিগ্রহণে ইসরায়েলি ভোট অপমানজনক: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৫, ২৩ অক্টোবর ২০২৫
পশ্চিম তীর অধিগ্রহণে ইসরায়েলি ভোট অপমানজনক: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি দখলের বিরোধিতা করবেন এবং দখলের বিষয়টি ঘটবে না। ইসরায়েলি আইন প্রণেতাদের এই লক্ষ্যে পদক্ষেপ একটি বোকামিপূর্ণ ‘রাজনৈতিক কৌশল’ বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার ভ্যান্স এ কথা বলেছেন।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল প্রাথমিকভাবে পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’। বিলটি পূর্ণাঙ্গভাবে আইনে পরিণত হলে পশ্চিম তীর ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাস হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে।

এই ভোট সম্পর্কে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, “যদি এটি একটি রাজনৈতিক কৌশল হয়, তবে এটি একটি অত্যন্ত বোকামি এবং আমি ব্যক্তিগতভাবে এটিকে কিছুটা অপমানজনক বলে মনে করি।”

ভ্যান্স দুই দিনের ইসরায়েল সফর শেষে বলেন, “পশ্চিম তীর ইসরায়েলের দখলে যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি হল পশ্চিম তীর দখলে যাবে না। এটি সবসময় আমাদের নীতি হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়