ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯৩ বছরে মারা গেলেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৫ অক্টোবর ২০২৫  
৯৩ বছরে মারা গেলেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে থাই রয়েল হাউসহোল্ড ব্যুরো।

রানি সিরিকিতের দেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে। থাই রাজপরিবারের সদস্যরাও এক বছর শোক পালনে থাকবেন।

রানি সিরিকিত দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১২ সালে স্ট্রোকের পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হতেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ১৭ অক্টোবর রক্তে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা করেন, তবে অবস্থা উন্নতি হয়নি। 

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানী সিরিকিতের মৃত্যুর কারণে মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তার সফর বাতিল করেছেন।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়। স্বামী- ছেলের মর্যাদা থাকলেও দেশের মানুষ তাকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে রেখেছিল। তার জন্মদিন ১২ আগস্ট ‘মাদার্স ডে’ হিসেবে উদ্‌যাপিত হত।

সিরিকিত থাইল্যান্ডের দীর্ঘতম সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী ছিলেন। ছয় দশকেরও বেশি সময় ধরে রাজত্বকারী ভূমিবল ২০১৬ সালে মারা যান।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়