ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় সেনা ছাউনি থেকে ‘বাংলাদেশি’ গ্রেপ্তার

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৬ নভেম্বর ২০২৫  
ভারতীয় সেনা ছাউনি থেকে ‘বাংলাদেশি’ গ্রেপ্তার

ভারতের চিকেন নেকে সেনা ছাউনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় সেনারা। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম নন্দ মণ্ডল। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার চাঁরিগাঁও গ্রামের বাসিন্দা। জলপাইগুড়ির জেলার কোতোয়ালি থানার ধুপগঞ্জ কলোনির গড়ালবাড়ি এলাকায় তিনি বাস করতেন।

সেনা ছাউনির ভেতরে রাস্তার কাজের সুপারভাইজার পরিচয়ে প্রবেশ করেছিলেন নন্দ মণ্ডল। তিনি ব্যাংডুবি সেনা ছাউনি এলাকায় শ্রমিকদের সুপারভাইজারের কাজ করতেন। বৃহস্পতিবার কাজে প্রবেশ করার সময় মোবাইলে আধার কার্ড দেখাতে গেলে বাংলাদেশের একটি পরিচয়পত্র বেরিয়ে পড়ে। আর তখনই সেনাকর্মীরা তাকে আটক করে।

সেনা সূত্র জানিয়েছে, স্থানীয় ঠিকাদারের অধীনে কাজ করত নন্দ মণ্ডল। সেই সূত্রেই সেনা ছাউনির বরাতপ্রাপ্ত রাস্তার কাজে সুপারভাইজার হিসেবে কাজ করছিল। বুধবার ছাউনিতে প্রবেশের সময় নিরাপত্তা পরীক্ষা চলাকালীন সেনা জওয়ানরা তার কাছ থেকে দুটি আলাদা পরিচয়পত্র—একটি ভারতের, অন্যটি বাংলাদেশের—পাওয়ায় ধরা পড়ে সে।তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজ উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নন্দ স্বীকার করেছে, গত তিন দশকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছে সে। তাকে আটকের পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয়।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেছেন, “ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সেনা জওয়ানরাই প্রথমে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কীভাবে এবং কী উদ্দেশে সে সেনা ছাউনিতে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।”

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়