ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৫ নভেম্বর ২০২৫  
কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের সদস্য, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এছাড়া, শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা এখনও গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, নওগাম থানায় একটি বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর আগুনে গোটা থানা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এই বিস্ফোরণ ঘটল দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চার দিন পর। সেই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন। ওই ঘটনাকে ভারত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে।

ঢাকা/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়