বেনিনে বিদ্রোহী সেনাদের অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে বিদ্রোহী সেনাদের অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। রবিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
রবিবার কমপক্ষে আট সেনা সরকারি টেলিভিশনে প্রবেশ করে ক্ষমতা দখলের ঘোষণা দেয়। সামরিক কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচিত এই দলটি রাষ্ট্রপতি এবং সব রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দেয়। সেনারা জানায়, লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে সামরিক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।
সেনারা এক বিবৃতিতে বলেছিল, “সেনাবাহিনী বেনিনিজ জনগণকে সত্যিকার অর্থে একটি নতুন যুগের আশা দেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার এবং কাজ বিরাজ করবে।”
তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সেইদো কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশটির সশস্ত্র বাহিনী অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করেছে।
তিনি বলেছেন, “অতএব, সরকার জনগণকে স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে।”
পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি এর আগে রয়টার্সকে বলেছিলেন, সেনাদের ‘একটি ছোট দল’ সরকার উৎখাতের চেষ্টা করেছিল। কিন্তু রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনের অনুগত বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরা কেবল রাষ্ট্রীয় টিভির নিয়ন্ত্রণ নিতে পেরেছে।
ঢাকা/শাহেদ