নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রাখা হয়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোতে গতকাল শনিবার ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামক এক ঝটিকা অভিযানের মাধ্যমে কারাকাস থেকে আটক করে মার্কিন বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটকের পর মার্কিন একটি যুদ্ধজাহাজে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরোকে সেখানকার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়েছে।
ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে উচ্চ-নিরাপত্তার আসামিদের রাখা হয়। এই কারাগারে এর আগে এল চ্যাপো এবং জেফরি এপস্টাইনের মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখা হয়েছিল।
হোয়াইট হাউজের ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একটি করিডোর দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “অপরাধী হেঁটে যাচ্ছেন।”
মাদুরোর হাত হ্যান্ডকাফ দিয়ে বাঁধা রয়েছে এবং তার চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই মাদুরোকে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হতে পারে। ভেনেজুয়েলায় সামারিক অভিযান চালিয়ে মাদুরোকে আটক এবং যুক্তরাষ্ট্রে স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। বিশ্বজুড়ে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে।
রাশিয়া এবং চীন এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার অনেক দেশ বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
ঢাকা/ফিরোজ