ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলাপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৪, ১৭ জানুয়ারি ২০২৬
মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলাপ করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য মার্কিন অভিযানের কয়েক মাস আগে ভেনেজুয়েলার কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর সাথে আলোচনা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। তখন থেকেই তার সাথে যোগাযোগ রেখে চলেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চারটি সূত্র জানিয়েছে, কর্মকর্তারা ৬২ বছর বয়সী ক্যাবেলোকে দেশের বিরোধী দলকে লক্ষ্যবস্তু করার জন্য তার তত্ত্বাবধানে থাকা নিরাপত্তা পরিষেবা বা শাসকদলের সমর্থকদের ব্যবহার না করার জন্য সতর্ক করেছিলেন। ৩ জানুয়ারি মার্কিন অভিযানের পরেও গোয়েন্দা পরিষেবা, পুলিশ এবং সশস্ত্র বাহিনীসহ নিরাপত্তা ব্যবস্থাটি মূলত অক্ষত রয়েছে।

আরো পড়ুন:

ট্রাম্প প্রশাসন মাদুরোকে গ্রেপ্তারের জন্য যে মার্কিন মাদক পাচারের অভিযোগ এনেছিল, সেই একই অভিযোগে ক্যাবেলোর নাম রয়েছে। কিন্তু অভিযানের অংশ হিসেবে তার নাম নেওয়া হয়নি।

ক্যাবেলোর সাথে যোগাযোগ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক দিনগুলো থেকে শুরু হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঠিক আগের সপ্তাহগুলোতেও তা অব্যাহত ছিল বলে আলোচনার সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে। মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রশাসন ক্যাবেলোর সাথেও যোগাযোগ রেখেছে বলে চারজন জানিয়েছেন।

এমন যোগাযোগগুলো ভেনেজুয়েলার অভ্যন্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাবেলো যদি তার নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলোকে মুক্ত করার সিদ্ধান্ত নেন, তাহলে এটি ট্রাম্প যে ধরণের বিশৃঙ্খলা এড়াতে চান তা বাড়িয়ে তুলতে পারে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতার উপর দখলকে হুমকির মুখে ফেলতে পারে বলে মার্কিন উদ্বেগ সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের সাথে ক্যাবেলোর আলোচনা ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিনা তা স্পষ্ট নয়। ক্যাবেলো মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা মেনে নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। তিনি প্রকাশ্যে রদ্রিগেজের সাথে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে ট্রাম্প এখন পর্যন্ত প্রশংসা করেছেন।

যদিও রদ্রিগেজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার কৌশলের মূল চালিকাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে, তবুও ক্যাবেলোর ব্যাপারে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তিনি এই পরিকল্পনাগুলোকে ট্র্যাকে রাখতে বা সেগুলিকে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন।
কথোপকথনের সাথে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন, ভেনেজুয়েলার মন্ত্রী সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছেন।

হোয়াইট হাউস এবং ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে রয়টার্সকে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়