পুতিনকে ট্রাম্পের বার্তা: যুদ্ধ শেষ করতে হবে
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরে তিনি এ কথা বলেছেন।
প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে শান্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের চাপের মুখে থাকা কিয়েভের উপর মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সপ্তাহব্যাপী কূটনৈতিক আলোচনা জোরেসোরে চালিয়ে যাচ্ছেন। অবশ্য মস্কো যুদ্ধ বন্ধ করতে চায় এমন খুব কম লক্ষণই দেখা যাচ্ছে।
জেলেনস্কির সাথে প্রায় এক ঘন্টা স্থায়ী বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, তাদের মধ্যে ‘ভালো’ আলোচনা হয়েছে তবে কথোপকথনের মূল বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “আমি মনে করি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠক ভালো ছিল। এটি একটি চলমান প্রক্রিয়া।”
বৃহস্পতিবার মার্কিন দূতরা মস্কোতে আলোচনার জন্য যাচ্ছেন। পুতিনের প্রতি তার বার্তা কী জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, “যুদ্ধ শেষ করতে হবে।”
চলতি সপ্তাহের শুরুতে জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি কেবল তখনই দাভোস ভ্রমণ করবেন যদি তিনি ট্রাম্পের সাথে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি এবং ইউক্রেনের জন্য যুদ্ধোত্তর পুনর্গঠন তহবিল সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করতে পারেন। তবে বৈঠকের পরে কোনো অগ্রগতি হয়েছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর এবং রাশিয়ার সাথে কূটনীতি গ্রহণের মাধ্যমে ইউক্রেন সম্পর্কে মার্কিন নীতির অবসান ঘটানোর পর থেকে দুই নেতা প্রায় অর্ধ ডজন বার মুখোমুখি সাক্ষাত করেছেন।
ঢাকা/শাহেদ