ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরোপকে তুলাধুনা করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৮, ২২ জানুয়ারি ২০২৬
ইউরোপকে তুলাধুনা করলেন জেলেনস্কি

ইউরোপকে তুলোধুনো করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারা ইউক্রেন এবং অন্যান্য ভূ-রাজনৈতিক সংকটের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের অপেক্ষায়  ‘গ্রিনল্যান্ড মোডে’ রয়েছেন। 

তিনি বলেছেন, “গত বছর দাভোসে আমি আমার বক্তৃতা শেষ করেছিলাম এই শব্দ দিয়ে যে ইউরোপের আত্মরক্ষার উপায় জানা দরকার। এক বছর কেটে গেছে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি।”

তিনি আরো বলেছেন, “ইউরোপ গ্রিনল্যান্ড মোডে রয়ে গেছে: হয়তো কেউ কোথাও কিছু করবে।”

জেলেনস্কি বলেছেন,  “সবাই গ্রিনল্যান্ডের দিকে মনোযোগ দিয়েছে এবং এটা স্পষ্ট যে বেশিরভাগ নেতাই নিশ্চিত নন যে এটি সম্পর্কে কী করা উচিত। মনে হচ্ছে সবাই কেবল আমেরিকার এই বিষয়ে শান্ত হওয়ার জন্য অপেক্ষা করছে, আশা করছে যে এটি শেষ হয়ে যাবে। কিন্তু যদি এটি না হয় তাহলে কী হবে?”

তিনি বলেন, “ইউরোপকে আত্মরক্ষা করা শিখতে হবে। গ্রিনল্যান্ডে ১৪ বা ৪০ জন সেনা পাঠানো - এর অর্থ কী? এটি পুতিনের কাছে কী বার্তা পাঠায়? চীনের কাছে? এবং সম্ভবত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ডেনমার্কের কাছে কী বার্তা পাঠায়?”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়