ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা থেকে আরো ফিলিস্তিনিকে বের করে দিতে চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৩ জানুয়ারি ২০২৬  
গাজা থেকে আরো ফিলিস্তিনিকে বের করে দিতে চায় ইসরায়েল

গাজা থেকে আরো বেশি সংখ্যক ফিলিস্তিনিকে বের করে দিতে চায় ইসরায়েল। নতুন করে সীমান্ত দিয়ে যেন মিশর থেকে ফিলিস্তিনিরা গাজায় প্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করতে চায় ইসরায়েল। আগামী সপ্তাহে মিশরের সঙ্গে সীমান্তবর্তী রাফাহ ক্রসিং খুলে দেওয়ার আগে ইসরায়েল এটি করতে চায়। তিনটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গাজায় অস্থায়ীভাবে প্রশাসন পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির প্রধান আলী শাথ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, রাফাহ সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে। গাজায় বসবাসকারী ২০ লাখ ফিলিস্তিনির জন্য সীমান্ত পারাপারের এটি একমাত্র কার্যকর পথ।

আরো পড়ুন:

অক্টোবরে ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে সীমান্তটি খোলার কথা ছিল। তবে চলতি মাসের শুরুতে, ওয়াশিংটন ঘোষণা করেছে, পরিকল্পনাটি এখন দ্বিতীয় পর্যায়ে চলে গেছে, যার অধীনে ইসরায়েল গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে এবং হামাস অঞ্চলটির প্রশাসনের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। ২০২৪ সাল থেকে ক্রসিংয়ের গাজা পাশ ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা তিন সূত্র জানিয়েছে, মিশর থেকে গাজায় প্রবেশকারী ফিলিস্তিনিদের সংখ্যার উপর সীমা আরোপ করার পরিকল্পনা ইসরায়েল করেছে। তবে কীভাবে এই পরিকল্পনা করেছে অথবা প্রবেশপথের অনুপাত কত তা অর্জনের লক্ষ্যে ইসরায়েল এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলি কর্মকর্তারা অতীতে ফিলিস্তিনিদের গাজা থেকে দেশত্যাগে উৎসাহিত করার কথা বলেছেন, যদিও তারা জোর করে জনসংখ্যা স্থানান্তরের ইচ্ছা অস্বীকার করেছেন। ফিলিস্তিনিরা গাজাবাসীদের বহিষ্কার করা যেতে পারে, অথবা যারা অস্থায়ীভাবে চলে যায় তাদের ফিরে আসতে বাধা দেওয়া হতে পারে এমন যেকোনো পরামর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল।

তিনটি সূত্র জানিয়েছে, ইসরায়েল সীমান্তের কাছে গাজার অভ্যন্তরে একটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করতে চায়, যেখান দিয়ে প্রবেশকারী বা প্রস্থানকারী সমস্ত ফিলিস্তিনিদের যেতে হবে এবং ইসরায়েলি নিরাপত্তা তল্লাশির সম্মুখীন হতে হবে।

আরো দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা গাজায় একটি সামরিক চেকপয়েন্ট স্থাপনের উপর জোর দিয়েছিলেন যাতে ফিলিস্তিনিদের আসা-যাওয়া বন্ধ করা যায়।

ওয়াশিংটন গাজায় প্রবেশকারী ফিলিস্তিনিদের সংখ্যা সীমিত করার জন্য নাকি প্রবেশকারী এবং বের হওয়া লোকদের তল্লাশি করার জন্য চেকপয়েন্ট স্থাপনে ইসরায়েলকে সমর্থন করেছে সে বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাবে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়