ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাক্টরের নিচে পড়েও অক্ষত! (ভিডিও)

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৩ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক্টরের নিচে পড়েও অক্ষত! (ভিডিও)

ট্রাক্টরের নিচে পড়েও অবাকভাবে বেঁচে গেলেন এক পথচারী

ডেস্ক রিপোর্ট : ট্রাক্টরের নিচে পড়েও অবাকভাবে বেঁচে গেলেন এক পথচারী। আর সে দৃশ্য যারা দেখলেন তারা অবাক হলেন আরো। সড়ক দুর্ঘটনায় এমন বেঁচে ফেরার ঘটনা তাক লাগিয়েই দেওয়ার মতো!


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে। যা দেখে পথচারীরাও বিস্ময়ে হতবাক হয়েছেন। ঘটনাটির দৃশ্যপট এ রকম- দেখা যায় এক পথচারী যখন মাঝরাস্তায় ঠিক তখনই ছুটে আসে ট্রাক্টর। মুহূর্তেই ট্রাক্টরের নিচে চলে যান ওই পথচারী।  ট্রাক্টরটিও এগিয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল চাকায় থেঁতলে গেছেন ওই ব্যক্তি। পরে বিস্ময়করভাবে দেখা গেল ওই ব্যক্তি ট্রাক্টরের তলা থেকে বেরিয়ে আসছেন অক্ষত অবস্থায়। সামান্য খোঁড়াতে খোঁড়াতে চলে যেতে দেখা গেল তাকে।

 

তথ্যসূত্র : এবিপিআনন্দ

 

ভিডিওতে দেখুন সেই অবাক করা দৃশ্য। লিঙ্ক :

 

 

রাইজিংবিডি/ঢাকা/ ৩ ডিসেম্বর ২০১৪/টিপু/রণজিৎ/এএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়