ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে অস্ত্র বিস্ফোরকসহ ৪ চরমপন্থী সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৬ ডিসেম্বর ২০২৩  
যশোরে অস্ত্র বিস্ফোরকসহ ৪ চরমপন্থী সদস্য আটক

যশোরের মনিরামপুর এলাকা থেকে অস্ত্র বোমা এবং বোমা তৈরির দুই কেজি বিস্ফোরকসহ চরমপন্থী দলের ৪ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।


বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মনিরামপুরে অভিযান চালিয়ে চরমপন্থী দলের সদস্য অভয়নগরের ডহর মহিষহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, মনিরামপুরের মহিষদিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে প্রতাপ মন্ডল, নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান এবং মনিরামপুরের মহিষদিয়া গ্রামের সুনীল ধরের ছেলে ক্লান্ত ধরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একটি তাজা বোমা, দুই কেজি বিস্ফোরক এবং একটি ওয়ান শুটার গান উদ্ধার করে।


ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দরী ইউনিয়নের মেম্বার উত্তম হত্যা মামলাসহ দুটি অস্ত্র মামলা রয়েছে। আটকৃতরা অভয়নগর ও মনিরামপুরের বিভিন্ন এলাকায় চরমপন্থী পরিচয়ে চাঁদাবাজি, ঘের দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছিল।

রিটন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়