ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্যাসিনোর টাকার ভাগ পেতেন অনেকে?

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাসিনোর টাকার ভাগ পেতেন অনেকে?

রাজধানীর জুয়ার আসর ক্যাসিনো থেকে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করতেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

অস্ত্র ও মাদক মামলায় যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া রিমান্ডে রয়েছেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ক্যাসিনোর আসর টিকিয়ে রাখতে সেখান থেকে পাওয়া টাকার বড় অংশ বিভিন্ন মহলে দিতে হয়েছে। এই টাকায় গাড়ি কিনেও উপহার দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন খালেদ মাহমুদ। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২–এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। একই দিন তার মালিকানাধীন রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জনকে আটক করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

গ্রেপ্তার হওয়ার পর খালেদ মাহমুদ ভূঁইয়াকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, টাকার বড় অংশ খালেদ মাহমুদ বিদেশ পাচার করেছেন। তিনি ক্যাসিনো ব্যবসায় জড়িত কয়েক জনের নামও বলেছেন। এই তালিকায় বিদেশে অবস্থানকারী আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসী এবং রাজিনীতিক রয়েছেন। তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে গোয়েন্দারা।

খালেদ মাহমুদ দুই মামলায় সাত দিনের রিমান্ডে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।


ঢাকা/মাকসুদ/সাইফ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়