ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বই আইনজীবীদের বাইবেল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বই আইনজীবীদের বাইবেল: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বই না পড়ে আইনজীবী হওয়া যাবে না। বই সব সময় কাছে রাখতে হবে। বই শুধু কিনলে হবে না, পড়তেও হবে।

রোববার সন্ধ‌্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ১৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আগামী ১০ বছর পরে আমরা এখন যে ধরনের বই ব্যবহার করি, সে ধরনের বই হয়তো থাকবে না। সব হয়ে যাবে ডিজিটাল বুক। তখন হয়তো একেকটা স্টলে একেকটা কম্পিউটার থাকবে। বিক্রেতা বলবেন, আপনি সফটওয়ার কিনতে চান।

তিনি বলেন, আমি আশা করি সবাই বই কিনবেন। বই পড়ে, বুঝে তারপর কোর্টে প্লেস করতে হবে।

ডিজিটাল বই বিচার বিভাগকে আরো সমৃদ্ধ করবে এবং ডিজিটালাইজেশন যদি হয়, জুডিশিয়ারির কাজ অনেক কমে যাবে বলে মনে করেন তিনি।

সুপ্রিম কোর্ট বার ভবনের খোলা জায়গায় প্রতি বছরের মতো রোববার বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলায় ৫২টি স্টল অংশ নিচ্ছে।

 

ঢাকা/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়