ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সম্পদের মামলায় এনু ও রুপনকে গ্রেপ্তার দেখাতে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্পদের মামলায় এনু ও রুপনকে গ্রেপ্তার দেখাতে আবেদন

ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনু ভূইয়া ও রুপন ভূইয়াকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন এ্যারেস্ট) আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে গ্রেপ্তারের পরপরই আদালতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওই আবেদন করে সংস্থাটি।

সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি। এ সময় দুই ভাইয়ের কাছে বিপুল পরিমাণ অর্থও উদ্ধার করা হয়।

গেণ্ডারিয়ার দুই আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর গত ২৩ অক্টোবর পৃথক দুই মামলা দায়ের করে দুদক। এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়