ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজীব-মিজানের মামলায় প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজীব-মিজানের মামলায় প্রতিবেদন দাখিল পেছাল

দুর্নীতির মামলায় সাবেক  কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীব ও হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পাগলা মিজানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল।

আজ মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ওই দুই জনের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২ এপ্রিল ধার্য করেন।

গত ৬ নভেম্বর কাউন্সিলর রাজীবের ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ ও পাগলা মিজানের ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।

দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলা দুটি করেন।


ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ