ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ঢাকাকে লকডাউন ঘোষণা করতে রিটের আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাকাকে লকডাউন ঘোষণা করতে রিটের আদেশ সোমবার

করোনা থেকে রক্ষায় ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও  চিকিৎসার জন্য পর্য্যাপ্ত হাইফ্রো নেজাল অস্কিজেন ক্যানলা সংগ্রহের নির্দেশনা  চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেবেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১১ জুন করোনা থেকে রক্ষায় ঢাকা শহরকে লকডাউন ঘোষনা করতে রিট দায়ের করা হয়। রিটে চিকিৎসার জন্য পর্য্যাপ্ত হাইফ্রো নেজাল অস্কিজেন ক্যানলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রিটে বিবাদি করা হয় মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব(প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র্যা বের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে ।

* ঢাকাকে লকডাউন ঘোষণা করতে রিট

 

ঢাকা/ মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়