বরগুনায় একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা
গোলাম হায়দার || রাইজিংবিডি.কম
একুশে টিভির লোগো
বরগুনা প্রতিনিধি : একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে রোববার সকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদা দাবি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।
ম্যাজিষ্ট্রেট নোমান মঈনদ্দিন মামলাটি আমলে নিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলায় অপর আসামিরা হলেন একুশে টেলিভিশনের উপস্থাপক ইলিয়াস হোসাইন, এডিটর রাকিব হাসান ও বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব কর্মকার।
মামলা সূত্রে জানা যায়, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাদী মো. দেলোয়ার হোসেন বরগুনা-১ আসনের সতন্ত্র সংসদ সদস্য থাকাকালিন ব্যাপক জনপ্রিয়তা ও একজন সৎ মানুষ হিসেবে যথেষ্ঠ সুনাম অর্জন করেছেন। তার জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করতে থাকেন।
তারই ধারাবাহিকতায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও অপর আসামিরা বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব কর্মকারের মাধ্যমে এ বছর ১২ সেপ্টেম্বর রাতে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী মো. দেলোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা ১৮ ও ২৫ সেপ্টেম্বর রাতে একুশের চোখ নামক এক অনুষ্ঠানে তাকে ঘিরে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে দেখানো হয়, ঢাকা এমএলএম এমিটাস কোম্পানীর পরিচালক হিসেবে মো. দেলোয়ার হোসেন প্রতারণার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রচারিত প্রতিবেদনে সাবেক সংসদ সদস্যের মান সম্মান ও ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এ ব্যাপারে মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একুশে টিভির বরগুনা প্রতিনিধি জয়দেব কর্মকার ১২ সেপ্টেম্বর রাতে আমার বাসায় এসে বলেন, একটি সাক্ষাতকার লাগবে, একুশে টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন একুশের চোখ নামে একটি অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠানে আপনার রাজনৈতিক কর্মকা-ের ওপর একটি প্রতিবেদন দেখাবে। সাক্ষাতকার দেওয়ার পরে ওই প্রতিনিধি বলেন, ৫০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার মান সম্মান নষ্ট করা হবে।’
তিনি আরো বলেন, ‘মাল্টি লেভেল মার্কেটিং এমিটাস কোম্পানি আমি চিনি না। তা ছাড়া আমি যে ভাবে সাক্ষাতকার দিয়েছি তা বিকৃত করে প্রচার করা হয়েছে। জয়দেব কর্মকার এভাবে বরগুনার অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
বরগুনার পিপি ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।’
রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৪/গোলাম হায়দার/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম