ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টিকটক ‘অপু ভাই’র জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টিকটক ‘অপু ভাই’র জামিন নামঞ্জুর

গ্রেপ্তারের পর থানায় অপু (ফাইল ছবি)

পথচারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার টিকটকার ইয়াছিন আরাফাত অপু ও তার সহযোগী নাজমুল হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত শুনানি শেষে আবেদন নাকচ করে দেন।

অপুরপক্ষে আইনজীবী এ কে এম শফিকুল ইসলাম দীপু এবং নাজমুলের পক্ষে মো. ইসমাইল হোসেন জামিন শুনানি করেন।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
গত ৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাই ও নাজমুল হাসানকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ২ আগস্ট উত্তরায় রাস্তা আটকে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এসময় পথচারী প্রকৌশলী মেহেদি হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় সোমবার হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রবিন। মামলা দায়েরের পর অপুকে উত্তরা থেকেই আটক করে পুলিশ।

টিকটকে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করে ‘অপু ভাই’।

ঢাকা/মামুন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়