ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিযবুত তাহরির সদস্যের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২০ অক্টোবর ২০২০  
হিযবুত তাহরির সদস্যের ৫ দিনের রিমান্ড

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের সদস্য মো. হেদায়েত হোসেনের (৫৩) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার  উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আসামি মো. হেদায়েত হোসেনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

সংশিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন বই, লিফলেট উদ্ধার করা হয়। 

এরপরে রাজধানীর ভাটারা থানায় বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন র‍্যাবের ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়