ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবমুক্ত হলো ৭০০ পাখি, ৪ জনের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৬ নভেম্বর ২০২০  
অবমুক্ত হলো ৭০০ পাখি, ৪ জনের কারাদণ্ড

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৭০০’র পাখি উদ্ধার করা হয়েছে। পাখি শিকারের দায়ে চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবমুক্ত করে দেওয়া হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। সেখানকার একটি গোডাউন থেকে খাঁচায় রাখা ঘুঘু, টিয়া, তোতাপাখিসহ ৭০০’র বেশি পাখি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব‌্যক্তিদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’ 

র‌্যাব সূত্রে জানা গেছে, একটা প্রতরণা চক্রের সদস‌্যরা অধিক লাভের আশায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাখিগুলোকে ধরে আনে। পরে সেগুলো বেশি দামে বিক্রি করে। এদেরই একটি চক্র কাটাবনে পশু-পাখির মার্কেটে সক্রিয়। তারা র‌্যাবের নজরদারিতে রয়েছে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়