ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিআইডি কার্যালয় নিয়ে গুজব: রিমান্ড শেষে ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৬ নভেম্বর ২০২০  
সিআইডি কার্যালয় নিয়ে গুজব: রিমান্ড শেষে ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) বিরুদ্ধে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নিরঞ্জন বড়ালকে (৫০) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

আরো পড়ুন:

শুক্রবার (০৬ নভেম্বর) সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জাহিদ জানান, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩ নভেম্বর নিরঞ্জন বড়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, নিরঞ্জন বড়াল তার ফেসবুক আইডি থেকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক শিক্ষার্থীকে (তিথি সরকার) সিআইডির ছাদে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার’ এমন পোস্ট দিয়ে গুজব ছড়ায়। ওই পোস্টটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ভাইরাল হয়। যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। নিরঞ্জন বড়াল একজন ব্যবসায়ী।  ফেসবুক আইডি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ভুয়া তথ্য ও সংবাদ পোস্ট এবং শেয়ার করে গুজব ছড়িয়ে আসছিলেন।

এ ঘটনায় ২ নভেম্বর রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে সিআইডি। রাতেই নিরঞ্জনকে বনশ্রী এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়