ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভূমি আপিল বোর্ড গঠন বিধিমালার দুটি বিধি অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৯ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:১৯, ৯ নভেম্বর ২০২০
ভূমি আপিল বোর্ড গঠন বিধিমালার দুটি বিধি অবৈধ: হাইকোর্ট

ভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা, ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তিনি বলেন, ‘ভূমি আপিল বোর্ডের মূল আইনে বলা হয়েছে, ভূমি আপিল বোর্ড তিন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। তারা একসঙ্গে জমি সংক্রান্ত আপিল রিভিউ এবং রিভিশন নিষ্পত্তি করবেন। কিন্তু ভূমি আপিল বোর্ডের ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধিতে রিভিউ এবং রিভিশন বোর্ডের প্রত্যেক সদস্যের কথা আলাদা আলাদা শোনার কথা বলা হয়েছে, যা মূল আইনের পরিপন্থী। এ কারণে আদালত ওই দুটি ধারা অবৈধ ঘোষণা করেছেন।’

এর আগে ২০১৬ সালের নভেম্বরে ভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দিলেন আদালত।

ঢাকা/মেহেদী/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়