ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি: ৪ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১ জানুয়ারি ২০২১  
অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি: ৪ প্রতিষ্ঠান সিলগালা

অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রি করায় রাজধানীর চারটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১০ জানায়, রাজধানীর নবাবপুরের আজিজ মার্কেট এলাকায় ৩১ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে অনুমোদনহীন বৈদ্যুতিক তার, সকেট ও সুইচ উৎপাদন ও বিক্রয় করায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং চারটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এছাড়া, ২০ লাখ টাকার তার ও কাঁচামাল ধ্বংস করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়